বাংলায় কাজ করতে এসে আক্রান্ত হল বিহারের পরিযায়ী শ্রমিক। মাখনা পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় রেহাই পেল না স্ত্রীও, বিবস্ত্র করে মারধরের অভিযোগ স্ত্রীকেও। ঘটনায় জোর উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সিংপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা শ্রী চন্দ্র সাহানি হরিশ্চন্দ্রপুরের মাখনা ফরিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাখনা ব্যবসায়ীদের ১০ জনের একটি দল ধার দেনার বিষয় নিয়ে পরিযায়ী শ্রমিককে আক্রমণ করেন। বলপূর্বক তাকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপরেই মধ্য রাস্তায় গণপিটুনি দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
এমনকি ওই মাখনা ফড়ির মালিকের অভিযোগ তার স্ত্রীকেও রেহাই দেওয়া হয়নি। প্রকাশ্য রাস্তায় ব্যাপক হারে মারধর করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে অভিযুক্তরা পলাতক। আক্রান্ত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে রেফার করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় ওই শ্রমিককে বিহারের পূর্ণিয়াতে রেফার করা হয়েছে। প্রসঙ্গত তৃণমূল ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছিল। কিন্তু বাংলাতে এই ঘটনা ঘটার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।